অদ্য ১৯ মে ২০২৪ খ্রিঃ রোজ রবিবার দাদশী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। ২০২৪-২০২৫ অর্থ বছরে সম্ভব্য রাজস্ব ৩০,৬৮,৪৬০/-টাকা,সম্ভব্য রাজস্ব ব্যয় ২৪,০৯,৬০০/-টাকা, সম্ভব্য উন্নয়ন প্রাপ্তি ১,৬২,৭৫,০২১/-টাকা, সম্ভব্য উন্নয়ন ব্যয় ১,৫৯,৬৩,২৮৩/-টাকা সর্বমোট প্রাপ্তি বাজেট ১,৯৩,৪৩,৪৮১/-টাকা এবং সর্বমোট পরিশোধ ব্যয় বাজেট ১,৮৩,৭২,৮৮৩/-টাকা । আগামী অর্থ বছরে রাজস্ব আয়ে বসত বাড়ীর গৃহ ট্যাক্স ৮০০০০০/-টাকা নির্ধারন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ দেলোয়ার শেখ, বাজেট পেশ করেন জনাব গোলাম মোস্তফা সচিব,দাদশী ইউনিয়ন পরিষদ,রাজবাড়ী সদর,রাজবাড়ী ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস